বোয়ালখালী প্রতিনিধি: বোয়ালখালীর কধুরখীলে এক ভয়াবহ অগ্নিকান্ডে প্রায় ২০ বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে বলে জানা গেছে।
২৮ ডিসেম্বর সকাল ৮টার দিকে পৌরসভার ১ নম্বর ওয়ার্ড পশ্চিম কধুরখীলের রিভার ভিউ সংলগ্ন রহিম বক্স মাঝির বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রায় ৬০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে দাবি করেছেন ক্ষতিগ্রস্থরা।
স্থানীয় পৌর কাউন্সিলর ও প্যানেল মেয়র শাহজাদা এস এম মিজানুর রহমান জানান, অগ্নিকাণ্ডে ৪ ভাড়া বাসাসহ অন্তত ২০ বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।
ক্ষতিগ্রস্থদের মধ্যেঃ- মোঃ আবদুল করিম, মোঃ ফজল করিম, মোঃ আবুল কালাম, হাসিনা বেগম, শাহনাজ আকতার, মোঃ আবদুর রশিদ, মোঃ শামসুল আলম, মোঃ আনোয়ার হোসেন, মোঃ আবু জাফর, মোঃ আবদুল কাদের, মোঃ আবদুল হামিদ, মোঃ আবু সৈয়দ, মোঃ আবদুর রাজ্জাক, মোঃ রোকন উদ্দিন, মোহাম্মদ খোকন, মোঃ কামাল হোসেনসহ আরো ৪ অস্থায়ী বাসা।
কাউন্সিল প্রদত্ত তথ্যে আনোয়ার হোসেনের ঘরের গ্যাস সিলিন্ডারের পাইপ লিক হয়ে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে জানা যায়।
মুহুর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়লে অগ্নিকান্ডের ভয়াবহতা বৃদ্ধি হয়।
অগ্নিকাণ্ড সুত্রপাতের ১৫ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। তবে রাস্তা সরু হওয়ার কারণে অগ্নিকাণ্ডের স্থানে পৌঁছতে তাদের সময়ক্ষেপণ হয়। দমকল বাহিনী প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
খবর পেয়ে বোয়ালখালী পৌরসভার মেয়র হাজী মোঃ আবুল কালাম আবু, প্যানেল মেয়র ও স্থানীয় কাউন্সিলর শাহজাদা মিজানুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক-সামাজিক নেতৃবৃন্দ ঘটনা স্থল পরিদর্শন করেন।