তপু রায়হান রাব্বি ফুলপুর(ময়মনসিং) প্রতিনিধিঃ বিসিএস প্রশাসন ক্যাডারের ৩১ ব্যাচের কর্মকর্তা বর্তমানে দিনাজপুরে ঘোড়াঘাট উপজেলার কর্মরত নির্বাহী অফিসার জনাব ওয়াহিদা খানমের উপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে ময়মনসিংহের ফুলপুরের তাক্ওয়া অসহায় সেবা সংস্থা সহ ফুলপুরবাসী তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন । সেই সাথে হামলাকারীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবীর আশা করছেন প্রধানমন্ত্রীর কাছে । উপজেলা পর্যায়ে সরকারের সমন্বয়কারী হিসেবে ইউএনওগণ নানান কাজ করে থাকে। জনগনের যেকোন দূর্যোগে-বিপদে-উৎসবে ইউএনও অন্যান্য সকলকে সাথে নিয়ে নানাবিধ কর্মকান্ড পরিচালনা করে থাকেন। একজন ভালো ইউএনও রাতকে রাত নই, দিনকে দিন নয়, চোখের ঘুম হারাম করে আপদে, বিপদে, সুখে দুঃখে, সব সময় জনগনের পাশে থাকে সর্বক্ষণ সেবা করে থাকেন। কখনোই অনাইকে আশ্রয় দেইনা । অনায়ের প্রতিবাদ করে নিজের জীবন বাজীরেখে সে হয়ে উঠে উপজেলার অভিভাবক। কারো সন্তান, কারো বোন বা কারো বন্ধু। দুচোখে জল নিয়ে এমন কথায় বলেন তাক্ওয়া অসহায় সেবা সংস্থার প্রতিষ্ঠাতা ও পরিচালক ও জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেসন এর ফুলপুর শাখার সাধারণ সম্পাদক তপু রায়হান রাব্বি । জনগণের কথা না চিন্তা করে নিজের স্বার্থের জন্য দুর্বৃত্তরা এ কী করলো ? তেমনি উপজেলার অভিভাবক একজন কে (পিতাসহ) তাঁর উপজেলার বাংলোতে দুর্বৃত্তরা কুপিয়ে মারাত্মকভাবে হত্যার উদ্দেশ্যে আহত করা হয়েছে। কী বর্বরতা- নিষ্ঠুরতা- নির্মমতা… এ ঘটনাটি ইতোমধ্যে আন্তর্জাতিক মিডিয়াতেও চলে এসেছে…! ওয়াহিদা খানমের ওপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে সকলেই বিভিন্ন ভাবে। সঠিক বিচারের আশাই। প্রধানমন্ত্রীর কাছে এ ঘটনার সঠিক তদন্তের মাধ্যমে বিচার চাইলেন দেশবাসী।