এস আর সাঈদ, কেশবপুর (যশোর) থেকে: যশোরের কেশবপুর উপজেলা প্রশাসন ও উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে -২০১৯/২০ অর্থ বছরে অভ্যন্তরীন আমন ধান সংগ্রহ অভিযান বৃহস্পতিবার সকালে উদ্বোধন করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানূর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে ফিতা কেটে অভ্যন্তরীন আমন ধান সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করেন সাবেক জনপ্রশান প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক এমপি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম ও যশোর জেলা খাদ্য নিয়ন্ত্রক লিয়াকত আলী। আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মহাদেব চন্দ্র সানা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক লায়লা আফরোজ, সুফলাকাটি ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ মাষ্টার, সাগরদাঁড়ি ইউপি চেয়ারম্যান কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত, গৌরীঘোনা ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান, ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা আবুল হাসান, উপ-সহকারী খাদ্য পরিদর্শক রুহুল আমিন, উপজেলা মিল মালিক সমিতির সভাপতি ওয়াহিদুজ্জামান বিশ্বাস, সাধারণ সম্পাদক জি এম হাফিজুর রহমান প্রমুখ। চলতি মৌসুমে কেজি প্রতি ২৬ টাকা দরে আগামী ২৮ ফেব্রæয়ারী তারিখের মধ্যে ১ হাজার ১২ জন কৃষকের নিকট থেকে ১ হাজার ১২ মেট্রিক টন আমন ধান সংগ্রহ করা হবে।