মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার মিরপুরের তালবাড়ীয়া বালির ঘাট থেকে অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল শুক্রবার (২৯ জানুয়ারি) দুপুরে মিরপুর থানা পুলিশ ওই ব্যক্তির লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।
তবে তার পরিচয় জানা যায়নি। স্থানীয়রা জানায়, মিরপুর উপজেলার তালবাড়ীয়া বালির ঘাটে বালির ভেতর পুতে রাখা অবস্থায় একটি অর্ধগলিত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে মিরপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।