মেহেদী হাসান, জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের কালাইয়ে মঙ্গলবার ফিতা কেটে ‘ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডে’র ৩৬০তম শাখার উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডে’র সহসভাপতি ও বগুড়া জোন প্রধান মো. আব্দুস সোবহান। এতে প্রধান অতিথি ছিলেন ‘জয়পুরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি মো. আনোয়ারুল হক আনু। বক্তৃতা করেন ‘ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডে’র ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো. মোশাররফ হোসাইন, অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা, মুহাম্মদ কায়সার আলী ও ওমর ফারুক খান জয়পুরহাট পৌরসভার সাবেক মেয়র ও ডায়াবেটিস হাসপাতালের সভাপতি আব্দুল আজিজ মোল্ল্যা, কালাই পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম তালুকদার বেলাল, ‘ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড’ কালাই শাখার ব্যবস্থাপক তানভীর আহমেদ হুসাইনী, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আব্দুল আজিজ আকন্দ, আলহাজ্ব আব্দুল মান্নান প্রমুখ।