বাবর, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পরিবেশ আইন অমান্য করেলাইসেন্স ছাড়াই ইট-ভাটা প্রতিষ্ঠা করে কাঠ পুড়ানোর দায়ে দুই ইট-ভাটার মালিককে ছয় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমানা আদালত। আজ বুধবার দুপুরে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছেন নির্বাহী ম্যাজিষ্ট্যাট ও কসবা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হা
ছিবা খান ও ব্রাহ্মণবাড়ীয়া জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্যাট সাফফাত আরা সাঈদ। ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের সৈয়দাবাদ এলাকায় বিজনা বিক্স নামে একটি ইট ভাটা প্রতিষ্ঠা করা হয়েছে। ওই ইট-ভাটার মালিকের কাছে কোন পরিবেশের লাইসেন্স নেই।
ইট পুড়ানোরও কোন লাইসেন্স নেই। অবৈধ ভাবে ইট পুড়ানো হচ্ছে। আজ বুধবার দুপুরে দুটি ভ্রাম্যমান আদালত ওই ইট-ভাটায় অভিযান চালায়। এ সময় পরিবেশের কোন লাইসেন্স না থাকায় বিজনা বিক্স মালিককে চার লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। একই সাথে কসবা বিক্স নামের আরো একটি ইট-ভাটা রয়েছে। সেখানেও পরিবেশের কোন লাইসেন্স নেই, ইট পুড়ানোরও কোন লাইসেন্স নেই।
সেখানেও অবৈধ ভাবে ইট পুড়ানো হচ্ছে। ওই ইট-ভাটায়ও আজ বুধবার দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন একই সাথে দুটি ভ্রাম্যমান আদালত। আদালত কসবা বিক্সা নামের ওই ইট-ভাটার মালিককে দুই লাখ টাকা জরিমানা করেছেন। এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. মমিনুল ইসলাম। নির্বাহী ম্যাজিষ্ট্যাট ও কসবা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাছিবা খান বলেন, বিজনা বিক্স এর পরিবেশ অধিদপ্তরের কোন লাইসেন্স নেই। কাঠ পুড়ানোরও কোন লাইসেন্স নেই।
এটি একটি শিক্ষা পতিষ্ঠানের কাছে রয়েছে। ওই ইট-ভাটার মালিককে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩(সংশোধিত-২০১৯) এর লঙ্গন দায়ে চার লাখ টাকা জরিমানা করা হয়েছে। ইট ভাটাটি অন্যত্রে সরিয়ে নিতে বলা হয়েছে। একই আইনে কসবা বিক্স এর মালিককে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।