সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ সোনারগাঁ উপজেলা স্বনামধন্য ক্লাব সমাজ কল্যানমূলক ও ক্রীড়া সংগঠন অগ্নিবীণা ক্রীড়া ও যুব সংঘের উদ্যোগে আয়োজিত মুজিববর্ষ টিভি কাপ ডিগবল টূর্নামেন্টের ফাইনাল খেলা করোনা ভাইরাসের কারণে স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
করোনা ভাইরাস পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তীতে ফাইনাল খেলার সময় নির্ধারণ করা হবে।
২ রা এপ্রিল শুক্রবার সাহাপুর সাব রেজিষ্ট্রি অফিস সংলগ্ন মাঠে সাহাপুর বন্ধু একাদশ বনাম ফ্রি ফায়ার একাদশের মধ্যে এ ফাইনাল খেলাটি হওয়ার কথা ছিল।
অগ্নিবীণা ক্রীড়া ও যুব সংঘের সভাপতি সামছুজোহা রাসেল জানায়, অগ্নিবীণা ক্রীড়া ও যুব সংঘের প্রধান উপদেষ্টা নারায়ণগঞ্জ -৩ সোনারগাঁ আসনের মাননীয় সাংসদ লিয়াকত হোসেন খোকা স্যারের নির্দেশ ক্রমে খেলা স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়া হয়।সোনারগাঁ সহ সারাদেশে গত কয়েকদিন যাবৎ করোনা ভাইরাস সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় জনসমাগম কমানোর জন্য এ সিদ্ধান্ত নেয়া হয়।