সংবাদ বিজ্ঞপ্তিঃ সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশ আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সড়ক পরিবহন সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরকে দেখতে গেলেন, কক্সবাজার-৪ উখিয়া-টেকনাফ আসনের নবম ও দশম জাতীয় সংসদের জনপ্রিয় সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আব্দুর রহমান বদি ও নব-নির্বাচিত সংসদ সদস্য শাহীন আক্তার। বৃহস্পতিবার সকালে ওবায়দুল কাদেরের সাথে সাক্ষাৎ করেন। এসময় তারা ওবায়দুল কাদেরের সুস্থতা কামনা করেন। এসময় সাথে আরো ছিলেন, ওবায়দুল কাদেরের স্ত্রী ইসরাতুন্নেচ্ছা কাদের, সাবেক আইজিপি শহীদুল হক, সংসদ সদস্য নিজাম হাজারী।