মোঃ আব্দুর রহিমঃ সেনাবাহিনী থেকে অবসর হলেও সামরিক বাহিনীর পূর্বের নিয়ম কানুন থেকে এখনো নিজেকে দমিয়ে রাখতে পারেনি ফেনীর সন্তান লেঃ জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে। গত ২৬শে মে রবিবার সোনাগাজী তে নিজ এলাকায় বিভিন্ন উন্নয়ন মুলক কাজের উদ্ভোদন শেষ ঢাকায় ফিরে ফেনী-৩ আসনের সংসদ সদস্য লে: জে: (অব:) মাসুদ উদ্দিন চৌধুরী ঢাকার বসুন্ধরা সিটিতে ইফতার শেষে মাগরিবের নামায আদায়ে জন্য উপস্থিত মুসল্লীদের নিয়ে দাড়িয়ে যান । নামাজের ইমামতি করেন ফেনী সোনাগাজী দাগনভুঁঞা আসনের নন্দিত জননেতা লেঃ জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী এমপি। সাংসদ জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীর পিছনে যারা মাগরিবের নামায আদায়ের জন্য দাড়িয়ে ছিলেন তাদের মধ্যে একজন হলেন জাতীয় বিশ্ব বিদ্যালয় এর প্রফেসর জনাব সাইফ উদ্দিন আহম্মেদ চৌধুরী হারুন,সাইফুদ্দিন আহমেদ মিহির,বাবলু সহ বসুন্ধরা সিটিতে আসা অনেক মুসল্লীগণ। বর্তমানে সাংসদ জেনারেল মাসুদ এর মাগরিবের নামাযের ইমামতির ছবিটি এখন সামাজিক যোগাযোগ এর মাধ্যম ফেসবুক জুড়ে ব্যাপক ভাইরাল হয়ে যায়।