আড়াইহাজার প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজারে শাকিলা (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
মঙ্গলবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় আড়াইহাজার পৌরসভার চামুরকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শাকিলা চামুরকান্দি গ্রামের শাহীন মিয়ার মেয়ে। স্থানীয় একটি বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী।
আড়াইহাজার থানার উপপরিদর্শক (এসআই) মোস্তফা কামাল জানান, আত্মহত্যার কারণ জানা যায়নি।
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।