ইমদাদুল হক, আশুলিয়া প্রতিবেদকঃ ঢাকার সাভারস্থ আশুলিয়া প্রেসক্লাবে করোনার টিকা(কোভিশিল্ড) গ্রহণের নিবন্ধন বুথ এর শুভ উদ্ধোধন হয়েছে। বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে আশুলিয়া প্রেসক্লাবে এই বুথ-এর উদ্বোধন হয়।
স্বনির্ভর ধামসোনা ইউপি চেয়ারম্যান ও আশুলিয়া থানা আওয়ামী লীগের যুগ্ম-আহবায়ক মোঃ সাইফুল ইসলাম অনুষ্ঠানের প্রধান অতিথি এবং উদ্ধোধক হিসেবে সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ সায়েমুল হুদা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তার বক্তব্যে আশুলিয়া প্রেসক্লাবকে এই মহতী উদ্যোগ নেবার কারণে বিশেষভাবে ধন্যবাদ জানান এবং এই এলাকার সাধারণ মানুষকে নিবন্ধন করে ভ্যাক্সিন গ্রহনের অনুরোধও জানান।
অনুষ্ঠানের উদ্ধোধক ডা. সায়েমুল হুদা তাঁর বক্তব্যে জানান, অতি অল্প সময়ের ভিতরে বাংলাদেশে কোভিড-১৯ এর ভ্যাক্সিন নিয়ে আসতে পারায় মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে ধন্যবাদ।
তাঁর দূরদর্শিতার ফলে সকলে ভ্যাক্সিন গ্রহন করতে পারছেন। আর প্রেসক্লাব হচ্ছে গণ মানুষের মুখপাত্র।
এদিক থেকে সাধারণ মানুষকে ভ্যাক্সিন গ্রহনে সচেতন করতে পারে প্রেসক্লাব। সেদিক বিবেচনা করে আশুলিয়া প্রেসক্লাবের সভাপতি ও সেক্রেটারিকে এই বুথ স্থাপনের প্রস্তাব দেয়া হলে তারা আমার এই প্রস্তাব রেখেছেন, এজন্য তাদেরকে আন্তরিক ধন্যবাদ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-আশুলিয়া প্রেসক্লাবের সভাপতি মোজাফফর হোসাইন জয়, সাধারণ সম্পাদক খান জহিরুল ইসলাম লিটন, চ্যানেল টোয়েন্টিফোর এর স্টাফ রিপোর্টার অপু ওহাব, চ্যানেল আই জেলা প্রতিনিধি জাকির হাসান।
এসময় আশুলিয়া প্রেসক্লাবের সকল সদস্যগণ উপস্থিত ছিলেন। পরে ডা. মোহাম্মদ সায়েমুল হুদা আশুলিয়া প্রেসক্লাব প্রাঙ্গনে একটি গাছের চারা রোপন করেন।