ইমদাদুল হক,আশুলিয়া প্রতিনিধি: ঢাকার সাভারস্থ আশুলিয়ায় কাজলী (৪৫) নামক তৃতীয় লিঙ্গের এক হিজড়ার রহস্যজনক মত্যু ঘটেছে। রবিবার (২৪ নভেম্বর) সকালে আশুলিয়ার গাজীরচট নয়াপাড়া এলাকার নিজ বাড়ি থেকে পুলিশ তার আগুনে পোড়া মরদেহ উদ্ধার করে। সরেজমিনে দেখা যায়, পুলিশ, হিজড়া এবং স্থানীয় অসংখ্য মানুষ নিহতের তৃতীয়তলা বাড়ীর সামনে ভীড় করে আছে। নিহতের খন্ড বিখন্ড দগ্ধ লাশ রান্না ঘরের মেঝেতে পড়ে আছে। নিহতের দুই হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে আছে। হাতে ভাত মাখানো ছিলো যা থেকে অনুমান করা হচ্ছে যে মৃত্যুর পূর্বে তিনি খাবার খাচ্ছিলেন। ঘটনাস্থল থেকে আরো জানা যায়, কাজলী হিজড়া তার বর্তমান বসবাসের বাড়িটি একতলা অবস্থায় ২০ লক্ষ টাকা দিয়ে ক্রয় করেন এবং পরে সেটাকে তৃতীয় তলায় উন্নীত করেন যার কাজ চলছে। রবিবার সকালে বাড়ীর কাজের নির্মাণ শ্রমিকেরা কাজ করতে এসে দেখে বাড়ীর মূল ফটক ভিতর থেকে বন্ধ। তখন নিহতের এক শিষ্য হিজড়া এসে ডাকাডাকি করলেও ভিতর থেকে কোনো সাড়াশব্দ না পেলে অন্যান্য তৃতীয় লিঙ্গের সদস্যরা বাড়ীর সামনে এসে ভীড় জমায়। পরে একজন শ্রমিককে বাড়ীর ছাদে উঠিয়ে সিঁড়ি দিয়ে নেমে মূল ফটক ভিতর থেকে খুললে নিহতের ছিন্নভিন্ন দগ্ধ মরদেহ মেঝেতে পড়ে থাকতে দেখে। পরে আশুলিয়া থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে নিহতের লাশ উদ্ধার করে। এ ব্যপারে,ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোহাম্মদ সাঈদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন কালে উপস্থিত গণমাধ্যমকে তিনি জানান, নিহতের মৃত্যু কিভাবে হয়েছে সেটা তদন্তসাপেক্ষ বিষয়। আমাদের সিআইডি’র ফরেনসিক এক্সপার্টরা আসছেন, তাদের রিপোর্ট পেয়ে পরবর্তীতে জানানো হবে। তৃতীয় লিঙ্গের ঐ ব্যক্তির মত্যুর খবরে তার বাড়িতে ভীড় করেন তৃতীয় লিঙ্গের অন্য ব্যক্তিরা। এব্যাপারে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ শেখ রিজাউল হক দিপু বলেন, তৃতীয় লিঙ্গের ওই ব্যক্তির মত্যুর বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তবে ধারণা করা হচ্ছে তৃতীয় লিঙ্গের ওই ব্যক্তিকে দুর্বৃত্তরা হত্যা করে লাশ পুড়িয়ে দিয়ে থাকতে পারে। এঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।