ইমদাদুল হক, আশুলিয়া প্রতিনিধি: ঢাকার সাভারস্থ আশুলিয়ায় মধ্যরাতে অজ্ঞাত এক যুবকের ক্ষত বিক্ষত লাশ উদ্ধার করেছে আশুলিয়া থানা পুলিশ। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। সোমবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিক আশুলিয়ার ভাদাইল এলাকার ওয়েসিস স্কুলের পাশে একটি শাখা সড়ক থেকে অজ্ঞাত যুবকের লাশটি উদ্ধার করা হয়। এ ব্যপারে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মিরাজ হোসেন জানান, স্থানীয়দের খবরে ভাদাইল এলাকার ওয়েসিস স্কুলের পাশে একটি ইট সলিং রাস্তার ওপর পড়ে থাকা অবস্থায় অজ্ঞাত ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। পরে লাশটি ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরে ওই যুবককে ধারালো অস্ত্র দিয়ে হত্যার পর তার লাশ দুর্বৃত্তরা ফেলে রেখে গেছে। এঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতির পাশাপাশি হত্যাকান্ডের রহস্য উদঘাটনের চেষ্টা চলছে বলে জানান তিনি।