ইমদাদুল হক, আশুলিয়া প্রতিবেদকঃ ঢাকার সাভারস্থ আশুলিয়া প্রেসক্লাবের সাবেক সফল সভাপতি,সৃজনশীল সাংবাদিকতার জনক,সময় টিভির ঢাকা জেলা সাব- ব্যুরো প্রতিনিধি সাংবাদিক নেতা মোজাফফর হোসেন জয়কে প্রকাশ্যে হত্যার হুমকি ও হামলার চেষ্টা করেছে চিহ্নিত এক মাদক ব্যবসায়ী। বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় আশুলিয়া থানায় একটি ডায়েরি করেন মোজাফ্ফর হোসেন জয়। ডায়েরি সূত্রে জানা যায়, সম্প্রতি সাভারে বেপরোয়া পরিবহন চাঁদাবাজি ও মাদকের ভয়াবহতা নিয়ে দুটি অনুসন্ধানী রিপোর্ট করেন সময় টেলিভিশনের রিপোর্টার মোজাফ্ফর হোসেন জয়। এঘটনার পর বুধবার বিকেলে আশুলিয়া প্রেসক্লাবে সাংবাদিকেদর সাথে আলাপচারিতার সময় মানিক নামে এক ব্যক্তি প্রেসক্লাবে এসে সময় টেলিভিশনের রিপোর্টারের খোঁজ করতে থাকেন। পরে রিপোর্টার জয় এগিয়ে গেলে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন ওই ব্যক্তি। এক পর্যায়ে ওই রিপোর্টারকে গুলি করে ও বোমা মেরে হত্যার হুমকি দিয়ে কিছু বুঝে ওঠার আগেই সটকে পড়ে। অভিযুক্ত মানিক ওরফে ইয়াবা মানিক ওরফে কালা মানিক বাইপাইল এলাকার স্থানীয় আহমদ আলীর ছেলে। সে এলাকায় চিহ্নিত পরিবহন চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ী বলে জানা গেছে। এ ব্যাপারে সাংবাদিক নেতা মোজাফ্ফর হোসেন জয় জানান, পরিবহনে চাঁদাবাজি ও মাদক নিয়ে অনুসন্ধানী রিপোর্ট দুটি প্রচারিত হওয়ার পর ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। ঢাকা জেলা পুলিশ দ্রুত বিচার আইনে চাঁদাবাজি বন্ধে ডজনখানেক মামলা দায়ের করে, গ্রেফতার করা হয় দুই ডজনেরও বেশি অভিযুক্তদের। আর এই কারনে ক্ষুব্ধ হয়েই তাকে হত্যার হুমকি দেয়া হয়েছে। এদিকে সময় টেলিভিশনের সাংবাদিক ও আশুলিয়া প্রেসক্লাবের সাবেক দুইবারের সভাপতি আশুলিয়ার সৃজনশীল সাংবাদিকতার জনক মোজাফ্ফর হোসেন জয়কে প্রকাশ্যে গুলি করে হত্যার হুমকিদাতাকে অবিলম্বে আটক করে শাস্তি নিশ্চিত সহ সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিও জানিয়েছেন সাভার,আশুলিয়া, ধামরাইয়ের সকল সাংবাদিক ও সুশীল সমাজ। সেই সাথে এই ঘটনার তীব্রনিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। এ ব্যাপারে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ইকবাল হোসেন জানান, এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি হয়েছে। বিষয়টি তদন্ত করে দ্রুত অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।