ইমদাদুল হক, আশুলিয়া প্রতিবেদকঃ ঢাকার সাভারস্থ আশুলিয়া থানাধীন আশুলিয়া ইউনিয়নের কাঠগড়া আমতলা ম্যাগপাই কোম্পজিট টেক্সটাইল লিঃ সংলগ্ন এলাকায় তিতাসের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযান পরিচালিত হয়। মঙ্গলবার (২৭ অক্টোবর) দিনব্যাপী তিতাস গ্যাস ট্রান্সমিশন এ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এর সাভার জোনাল বিপনন অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাত মোঃ সায়েম এর নেতৃত্বে পরিচালিত অভিযানে প্রায় ৬ শত বাসাবাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নসহ দুই কিলোমিটার অবৈধ লাইনে ব্যবহৃত পাইপ ও বেশ কিছু সংখ্যক রাইজার জব্দ করা হয়। এ ব্যপারে তিতাস গ্যাস ট্রান্সমিশন এ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এর সাভার জোনাল বিপনন অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাত মোঃ সায়েম জানান, আমাদের মূল সরবরাহ লাইন থেকে নিম্নমানের এবং ঝুঁকিপূর্ণ পাইপ ব্যবহার করে একটি অসাধু চক্র বিভিন্ন বাসাবাড়িতে অবৈধ সংযোগ প্রদান করেছে। অভিযান চালিয়ে আমরা এই সম্পূর্ণ লাইন বিচ্ছিন্ন করেছি তাতে আনুমানিক ৬ শত বাসাবাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। আর আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। এসময় আরও উপস্থিত ছিলেন- তিতাসের সাভার জোনাল বিপনন অফিসের উপ-ব্যবস্থাপক আনিসুজ্জামান রুবেল,উপ-ব্যবস্থাপক আমিরুল ইসলাম সহ তিতাসের কারিগরী টিমের সদস্যগণ। ঘটনাস্থলে যে কোনো ধরণের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এস আই) এমদাদ এর নেতৃত্বে পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।