আলমডাঙ্গা প্রতিনিধিঃ আলমডাঙ্গার বাদেমাজুতে ২২ফেব্রুয়ারি সোমবার গভীর রাতে চুরি করতে গিয়ে হাতেনাতে আটক,গণধোলাইয়ের শিকার।এলাকা সুত্রে জানা গেছে,কুষ্টিয়া ইবির গোস্বামী দুর্গাপুরের লিটন,আনন্দধামের চা দোকানি বশিরের বুনাই সে।সে তার নিজের গ্রামে চুরি করত। সে জন্য নিজ এলাকা থেকে সে বিতাড়িত হয়ে দীর্ঘদিন সে ঘরজামাই হিসেবে আনন্দধামে বাস করে।
এছাড়া সে একজন মাদকসেবী। প্রায়ই চুরি করে।এবার ধরা খেলো আলমডাঙ্গা উপজেলার ডাউকি ইউনিয়নের বাদেমাজু গ্রামে।
তাও আবার রাত ১২ টার দিকে করতে গিয়ে ধরা।চোর নিজেই স্বীকার করে বাদেমাজুর রফিক আর বেল্টুর বাড়িতে দুটি সাইকেল ও একটি ব্যাটারি চুরি করি। আমার সাথে আরো দু’জন ছিলো।
জোরে শব্দ হলে গেরস্থ টের পেয়ে তারা দু’জন তাড়া খেয়ে দোপের মাঠে দৌড় দেয়,ধরা খায় আমি।
আমাকে আর মেরো না,কোনোদিনও চুরি করব না।রাত ১ টার দিকে স্থানীয় লোকজন চোরকে উত্তম মাধ্যম দিয়ে বোর্ড ঘরে আটকিয়ে রাখে,সারা রাত।
খবর বাতাসের বেগে পৌছি যায় জনগণের কানে কানে।জড়োহতে থাকে উৎসুক জনতা।তাকে দেখার জন্য ভীড় সামলাতে হিমশিম খেতে হয় চৌকিদার রতন দাসের।তার স্বীকারোক্তিতে অনেক তথ্য বের হয়েছে।