আনোয়ার হোসেন, তারাকান্দা প্রতিনিধি: ময়মনসিংহের তারাকান্দায় আবাদি জমির উপরিভাগের উর্বর মাটি যাচ্ছে ইটভাটায়। জানা গেছে, উপজেলার ১০ ইউনিয়নে ১১ টি ইটভাটা গড়ে উঠেছে।
সওজ এবং এলজিডি পাকা সড়কের পাশে ও ঘনবসতির এলাকা আবাদি জমিতে ইটভাটা গড়ে ওঠা পরিবেশ দূষণ হচ্ছে। এ সব ইটভাটা আশপাশের আবাদি জমির উপরিভাগের উর্বর মাটি ক্রয় করে ট্রাক ও লড়িযোগে ইটভাটা নিচ্ছে। ফলে আবাদি জমির উর্বরা শক্তি হারিয়ে ফেলেছে।
এছাড়া গ্রামীণ এলজিইডি পাকা ও কাঁচা সড়ক গুলো জনসাধারণ চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।
সরেজমিন ঘুরে দেখা গেছে,, ময়মনসিংহ-হালুয়াঘাট সওজের পাকা সড়কের পাশে রূপচন্দ্রপুর, গোয়াতলা, কাকনী ও তারাকান্দা-শ্যামগঞ্জ এলজিইডি পাকা সড়কের পাশে মানিকদীর, রামপুর বাহেলা এবং তারাকান্দা-ধোবাউড়া এলজিইডি সড়কের পাশে কলহরি, বহেড়াতলী এবং আবাসিক ঘনবসতি এলাকা তিয়রকান্দি ও ও রাজদারিকেল গ্রামে নিয়ম-নীতির তোয়াক্কা না করে গড়ে উঠেছে ইটভাটা।
এসব ইটভাটা আশপাশ এলাকা থেকে আবাদী জমির মাটি ক্রয় করে আনা হচ্ছে। এছাড়া আবাদি জমি খনন করে জমির শ্রেণী পরিবর্তন করা হচ্ছে।