তপু , ফুলপুর(ময়মনসিংহ)প্রতিনিধিঃ সন্ধান চাই” বুদ্ধিপ্রতিবন্ধি একটি মেয়ে গত ১৪ নভেম্বর ময়মনসিংহের ফুলপুর উপজেলার রহিমগঞ্জ ইউনিয়নের চকঢাকিরকান্দা গ্রামের আদম আলী মেম্বারের (সাবেক) বাড়িতে আশ্রয় নিয়েছে। তার বয়স আনুমানিক ১৪/১৫ বছর হবে। সে কথা বলতে পারলেও নাম ঠিকানা বলতে পারে না। মাঝে মধ্যে পাগলামীও করে। তার নিকট গাজীপুর জেলার কিছু জাতীয় পরিচয়পত্রের ফটোকপি রয়েছে। আশ্রয়দাতা মেয়েটির পরিবারের সন্ধান পেতে সকলের সহযোগিতা কামনা করে ০১৭৪৫৫৪১৬৭২ নম্বর মোবাইলে অথবা ফুলপুর থানার শিশু নিরাপত্তা বিষয়ক অফিসার এসআই মেহেদী হাসান সুমনের সাথে যোগাযোগ করার অনুরোধ করেছেন।