আত্রাই (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে আহসানগঞ্জ রেল ব্রিজের মাঝামাঝি স্থানে এ ঘটনা ঘটে।
আত্রাই স্টেশন মাস্টার মোঃ সাইফুল ইসলাম জানান, আত্রাই স্টেশন থেকে প্রায় ১৫০/২০০ মিটার ফাঁকে রেল ব্রিজ এর মাঝামাঝি স্থানে ট্রেনে কাটে মৃত্যুর এই ঘটনা ঘটে। পার্বতীপুর থেকে ছেড়ে আসা রাজশাহী অভিমুখে যাওয়া উত্তরা মেইল ট্রেন আত্রাই রেল ব্রিজ অতিক্রম করার সময় ওই ব্যক্তি কাটা পড়েছে বলে তিনি ধারণা করছেন।
তিনি আরো জানান, নিহত ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি ভারসাম্যহীন তার বয়স আনুমানিক ৫০ বছর হতে পারে। অজ্ঞাতে মৃত ব্যক্তির শরীরে লাল রঙের শীতের পোশাক ছিল।
এই সংবাদ লেখা পর্যন্ত সন্তাহার রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়নি। মরদেহ কাছে আত্রাই থানা পুলিশ পাহাড়ায় ছিলেন।