নিজস্ব প্রতিবেদকঃ সোনারগাঁও পৌরসভার আসন্ন নির্বাচনে মেয়র প্রার্থী ও নারায়নগঞ্জ জেলা যুব আইনজীবি পরিষদের সভাপতি এ্যাডঃ ফজলে রাব্বীর ৪৯ তম জন্মদিন পালন করা হয়। ১লা নভেম্বর রবিবার সন্ধ্যায় উদ্ববগঞ্জ বাজারে মোহাম্মদ রেষ্টুরেন্ট ও পার্টি সেন্টারে এক জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে তার জন্মদিন উদযাপন করে পৌর ছাত্রলীগ ও স্থানীয় যুব সমাজ। এ্যাডঃ ফজলে রাব্বীর জন্মদিনে উপস্থিত ছিলেন সোনারগাঁও থানা আওয়ামীলীগের সিনিয়র নেতা নাজমুল হাসান মানিক, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য রোবায়েত হোসেন শান্ত, সমাজ সেবক সিরাজুল ইসলাম মোল্লা, সোনারগাঁ থানা যুবলীগের নেতা দোলোয়ার হোসেন মিন্টু, সোনারগাঁ ঈশাখাঁ একাদশ কালাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বিপ্লব, সোনারগাঁও পৌরসভার যুবলীগ নেতা ঈসমাইল হোসেন মামুন, পৌর ছাত্রলীগ নেতা মেহেদী হাসান,মোঃ আমান প্রমূখ।