সিকদার মোহাম্মদ শাহ আলম: জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক তাদের গ্রাহকের কথা চিন্তা করে ১ অক্টোবর ২০২০ ইং তারিখ থেকে আমূল পরিবর্তন আনছে। ২০০৪ সালে প্রতিষ্ঠিত কোম্পানিটি দিনের-পর-দিন জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গিয়েছে। তাই তারা তাদের গ্রাহকদের কথা চিন্তা করে এবং ফেসবুকে অসামাজিক কার্যকলাপ বন্ধ করার উদ্দেশ্যে এই পরিবর্তন আনছে। এতে সত্যিকারের গ্রাহকদের কোন সমস্যা না হলেও সমস্যায় পড়বে ভুয়া ও ফেইক আইডি ব্যবহারকারীরা। আগে যারা নামে-বেনামে ফেসবুক আইডি খুলেছে তারা আর সেটা করতে পারবে না। অর্থাৎ কাউকে ফেসবুক চালাতে হলে অবশ্যই জাতীয় পরিচয় পত্রের নাম এবং জাতীয় পরিচয়পত্রের জন্ম তারিখ অনুযায়ী চালাতে হবে। নামের আগে বা পরে অতিরিক্ত কোন অংশ সংযুক্ত থাকলে তা এখনই মুছে ফেলতে হবে অন্যথায় হারাতে হবে আইডি। আবার কেউ যদি একই নামে একাধিক আইডি পরিচালনা করে তাও বন্ধ হবে ১ অক্টোবর থেকে। তাই যাদের একাধিক আইডি আছে একটি রেখে সব মুছে ফেলতে হবে। তা না হলে ফেসবুক কর্তৃপক্ষ নিজ দায়িত্বে তা মুছে দিবে। তাছাড়া যারা ফেসবুক প্রোফাইলে প্রোফাইল ছবি ব্যবহার করছে না তাদেরও আর সুযোগ থাকছে না এভাবে ফেসবুক ব্যবহার করার। অর্থাৎ যারা ফেসবুকে ছবি ব্যবহার করে না বা অন্যের ছবি ব্যবহার করছে তাদের আইডিও বন্ধ হবে। ফেসবুকের মাধ্যমে যারা অসামাজিক কার্যক্রম পরিচালনা করে তাদের এখনই সাবধান হতে হবে। না হলে সামনে তাদের জন্য অপেক্ষা করছে বিপদ। এসব কাজ অব্যাহত থাকলে খাটতে হবে ফেইসবুক জেল অর্থাৎ আইডি চলে যেতে পারে কোমায় আর কোমা থেকে কবে ফিরবে বা আদৌ আর আইডি সচল হবে কিনা তা বলা মুশকিল! আরো একটি দুঃসংবাদ তাদের জন্য যারা কমিউনিটি ভায়োলেন্স তৈরি করে বা ভূয়া সংবাদ বা ফেইক লিংক শেয়ার করে তাদেরও আর এসব করার সুযোগ থাকছে না। আর কখনই খোলা যাবে না কোন সেলিব্রেটির নামে ফেসবুক ফেন পেইজ। যারা অন্যজনের কনটেন্ট চুরি করে সামান্য এডিট করে চালিয়ে দেয় তারাও করতে পারবেনা এসব চুরি। তাদের উচিৎ এখনই নিজেদের সংশোধন করা অন্যথায় বন্ধ হবে তাদের ফেসবুক আইডি। সুতরাং ১ অক্টোবর ২০২০ ইং সাল থেকে যারা এসব আইন মেনে ফেসবুক চালাবে তারাই ফেসবুকের গ্রাহক হিসেবে বেঁচে থাকবে অন্যরা হারাবে তাদের আইডি।