বিশেষ প্রতিনিধিঃ রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে ধর্ষণ ও হত্যার মামলায় গ্রেফতার ফারজানা জামান নেহা সেদিনের রাতে ঘটনা সম্পর্কে আদালতে জবানবন্দি দিয়েছেন।
নেহাকে গতকাল শুক্রবার (৫ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হলে তিনি এ কথা বলেন।
সেই রাতের ঘটনার বিষয়ে তিনি জানান, ওই দিন রেস্টুরেন্টে তিনি মদপান করার পর মুখ দিয়ে রক্ত বের হয়। তখন সেখান থেকে তিনি বাসায় চলে যান। পরে হাসপাতালে চিকিৎসা নেন।
নেহা বলেন, গত ২৮ জানুয়ারি আমার বন্ধু আরাফাতের নিমন্ত্রণে রাতে উত্তরার ব্যাম্বু সুট রেস্টুরেন্টে যাই। সেখানে গিয়ে আরও কয়েকজনকে দেখতে পাই।
আমি আরাফাত ছাড়া অন্য কাউকে চিনতে পারিনি।
সেখানে আমি মদপান করি। তিন প্যাক খাওয়ার পর আমার মুখ দিয়ে রক্ত বের হয়। আমি তখন সেখান থেকে বাসায় চলে যাই। বাসায় আসার পরও আমার কয়েক দফা বমি হয়। আমি হাসপাতালে চিকিৎসা নেই- বলেও উল্লেখ করেন নেহা।
এদিকে মামলার সুষ্ঠু তদন্তের জন্য নেহাকে সাত দিনের রিমান্ডে নেয়ার আবেদন করেছেন তদন্ত কর্মকর্তারা।
মামলার শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদার তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
প্রসঙ্গত, এর আগে গত বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর আজিমপুর এলাকার একটি বাসা থেকে নেহাকে গ্রেফতার করা হয়। প্রাণ হারানো ছাত্রীর বাবার করা মামলায় তিনি এজাহারভুক্ত আসামি।